অর্থকড়ি নিয়ে দ্বন্দ্বের জেরে তারকা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বাইরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউসিবি)। তাদের ছাড়া সব ফরম্যাটের ক্রিকেটেই ভরাডুবি ঘটছে ওয়েস্ট ইন্ডিজের। অবশেষে বোধোদয় হয়েছে বোর্ডের। সুপারস্টার ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে সম্মতি জানিয়েছে ডব্লিউসিবি।
এ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে রয়েছেন ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনিল নারাইনের মতো তারকারা। তাদের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা শিগগিরই মিটিয়ে ফেলতে যাচ্ছে ডব্লিউসিবি।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গেইল জানান, বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে।
সদ্যই ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরেছেন ক্রিস গেইল। মেরুন জার্সিতে দীর্ঘদিন পর দলের হয়ে একটি ম্যাচও খেলে ফেলেছেন তিনি। স্যাবাইনা পার্কে ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে খেলেন এ জ্যামাইকান। এ বিষয়টিই তাকে আরো বেশি আশাবাদী করছে। ক্যারিবিয়ানদের হয়ে ২০১৯ বিশ্বকাপে খেলার আকুতিও জানিয়েছেন ব্যাটিং দানব।
গেইল বলেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফের খেলতে পারায় আমি ভীষণ রোমাঞ্চিত। মাঠে আমাকে খেলতে দেখায় ভক্তরাও দারুণ খুশি। আমি আশাবাদী, বোর্ড-ক্রিকেটারদের মধ্যে ঝামেলা শিগগিরই মিটে যাবে। দলের হয়ে আরো কিছু ম্যাচ খেলার ব্যাপারেও আশাবাদী। আমি অবশ্যই ২০১৯ বিশ্বকাপে খেলতে চাই।
এ বিস্ফোরক ব্যাটসম্যান আরো জানান, ডব্লিউসিবি কর্তাদের সঙ্গে ক্রিকেটারদের কথা হয়েছে। ইতিবাচক সাড়া পাওয়া গেছে। মাঠে তারা সেরা দলটি নামাতে কাজ করে যাচ্ছেন।
আইসিসি ঘোষিত সবশেষ ওয়ানডে র্যাংকিংয়ে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ চ্যাম্পিয়নশিপ ট্রফিতেও অংশ নিতে পারেনি দলটি। এ অবস্থান থেকে আসছে বিশ্বকাপে তাদের অংশ নেয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে!
তবে এখনো ২০১৯ বিশ্বকাপে দ্বীপসমূহের দলটির খেলার সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে। সেক্ষেত্রে র্যাংকিংয়ের অষ্টম স্থানে আসতে হবে তাদের। এজন্য সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চারটি ওয়ানডে জিততে হবে ক্যারিবিয়ানদের। আর ভারতের বিপক্ষে কমপক্ষে দু’ওয়ানডেতে হারতে হবে আট নম্বর র্যাংকিংধারী শ্রীলঙ্কাকে। হয়তো সেই সম্ভাবনা থেকেই টনক নড়েছে বোর্ডের।
ডিএইচ